ট্রাম্পের আয়োজিত সংবর্ধনায় যোগ দিলেন প্রধান উপদেষ্টা


ট্রাম্পের আয়োজিত সংবর্ধনায় যোগ দিলেন প্রধান উপদেষ্টা

নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি রাষ্ট্রপতিকে সুবিধামত সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বার্তায় বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণের জন্য নিউইয়র্কে অবস্থানরত রাষ্ট্রপতি ট্রাম্পের আমন্ত্রণে অধ্যাপক ইউনূস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্পেনের রাজা ফেলিপ ষষ্ঠ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেসহ আরও কয়েকজন বিশ্বনেতার সঙ্গে সাক্ষাৎ করেন।

এছাড়া প্রধান উপদেষ্টা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গেও বৈঠক করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×