শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশেষ নির্দেশনা ১২ দিনের জন্য


শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশেষ নির্দেশনা ১২ দিনের জন্য

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কোনো পরীক্ষার আয়োজন না করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়। আদেশে বলা হয়েছে, মন্ত্রণালয় এ বছরের ছুটির তালিকা প্রণয়নের সময় দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১২ দিনের ছুটি অনুমোদন করেছে।

অফিস আদেশে বলা হয়েছে, এই ১২ দিনের মধ্যে কোনো পরীক্ষার দিন ধার্য করা যাবে না।

ছুটির দিনগুলো অনুযায়ী সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল ২৮ সেপ্টেম্বর থেকে বন্ধ থাকবে। ৭ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি ছাড়া মোট আট দিন স্কুল বন্ধ থাকবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

কলেজগুলোর ছুটি শুরু হবে ২৮ সেপ্টেম্বর এবং ৯ অক্টোবর পর্যন্ত চলবে। সাপ্তাহিক ছুটি বাদে মোট ১০ দিন কলেজ বন্ধ থাকবে। ১০ ও ১১ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় কলেজগুলোতে ক্লাস শুরু হবে ১২ অক্টোবর।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×