ভালো বেতন পেলে সাংবাদিকদের দালালি কমে যাবে: তথ্য উপদেষ্টা


ভালো বেতন পেলে সাংবাদিকদের দালালি কমে যাবে: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সাংবাদিকদের যথাযথ বেতন নিশ্চিত করলে চাঁদাবাজি ও দালালির প্রবণতা কমে যাবে। তিনি সতর্ক করেছেন, বেতন না বাড়ালে কিছু সাংবাদিক বিপথগামী হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার বিকেলে তথ্য ভবনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। সভায় ‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া এবং সংবাদপত্র ওয়েজ বোর্ড গঠনের বিষয় নিয়ে কথা বলা হয়।

মাহফুজ আলম বলেন, “মালিকপক্ষের অনিচ্ছা বা সদিচ্ছার অভাবে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন হচ্ছে না। সাংবাদিকরা বহু দিন ধরে বেতন বোর্ডের দাবি জানাচ্ছেন। এ ক্ষেত্রে মালিকপক্ষকেও রাজি হতে হবে। তবে তাদেরও বক্তব্য রাখার সুযোগ রয়েছে।”

তিনি সাংবাদিকদের জন্য অধ্যাদেশ সংক্রান্ত পরিকল্পনা, প্রস্তাবনা ও যুক্তি খণ্ডনের জন্য ১০ দিনের সময়সীমা নির্ধারণ করেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও উল্লেখ করেন, “সাংবাদিকরা শ্রম মন্ত্রণালয়ের অধীনে কাজ করেন, কিন্তু তাদের বেতন নির্ধারণ করা হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে। এটা সঠিক নয়। আমরা চাই, ওয়েজ বোর্ড বিষয়টি শ্রম মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা হোক।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×