যারা হাসতে হাসতে মানুষ খুন করেছে, তাদের বিচার হচ্ছে না কেন: ফারুক


April 2025/Joynul Abdin Faruk.png
জয়নুল আবদিন ফারুক

যারা হাসতে হাসতে মানুষ খুন করেছে, দেশের সম্পদ লুট করেছে তাদের কেনো এখনও বিচারের মুখোমুখি করা হচ্ছে না, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

শনিবার (১২ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় সাবেক এমপি মোর্শেদ আলমকে রিমান্ডে নিয়ে তার সব অবৈধ সম্পদের হিসাব জনগণের সামনে আনার দাবি জানান তিনি।

এছাড়া, আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার করা হলেও তাদের সুযোগ-সুবিধা দিয়ে বিচার থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন এ বিএনপি নেত।

এ সময় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে ফারুক বলেন, ‘নির্বাচন পেছাতে চক্রান্ত চলছে। তাই নূন্যতম সংস্কার এবং  আওয়ামী অপরাধীদের বিচার নিশ্চিত করে দ্রুত নির্বাচনমুখী হওয়া দরকার।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×