জাতীয় পার্টির তিন শীর্ষ নেতা বহিষ্কৃত


saurav/japa.webp

জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বে বড় রদবদল ঘটেছে। দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং কো-চেয়ারম্যান ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে প্রাথমিক সদস্যসহ দলীয় সকল পদ-পদবি থেকে অব্যাহতি দিয়েছেন।

সোমবার (৮ জুলাই) সন্ধ্যায় জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ জুন জেলা ও মহানগর নেতাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই তিন নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলা হয় এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ওঠে। পরবর্তীতে ২৮ জুন অনুষ্ঠিত প্রেসিডিয়াম সভায়ও একই অভিযোগে তাদের পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত গৃহীত হয়।

গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যানের ক্ষমতাবলে আনুষ্ঠানিকভাবে এই তিনজনকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে সোমবার বিকেলে মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

 

ঢাকাওয়াচ/এমএস 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×