চাঁদাবাজ-দখলদারদের বিএনপি বরদাশত করে না: রিজভী


February 4 2025/রিজবি.jpg

জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দলটিতে সকল ধর্ম-বর্ণের সৎ ও মানবিক মানুষ সদস্য হতে পারেন, কিন্তু সমাজবিরোধী, দখলবাজ বা চাঁদাবাজদের কোনো স্থান নেই।

মঙ্গলবার (৮ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

লিখিত বক্তব্যে রিজভী বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আদর্শ নিয়ে কাজ করে যাচ্ছে। তিনি দাবি করেন, রাজনৈতিক বাধা-বিপত্তি সত্ত্বেও দলটি গণতন্ত্র ও সুশাসনের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে এবং সবসময়ই সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামোর ভেতর থেকেই পথচলা নিশ্চিত করেছে।

তিনি বলেন, কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে বিশৃঙ্খলা বা অপকর্মে জড়ায়, দল তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়। ইতোমধ্যেই বেশ কয়েকজনকে বহিষ্কার, পদ স্থগিত কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রিজভী অভিযোগ করেন, প্রশাসনিক স্থবিরতার কারণে দেশে ‘মব কালচার’ বাড়ছে এবং এই সুযোগে কিছু স্বার্থান্বেষী মহল বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার চালাচ্ছে। এসব অপতৎপরতা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে এবং নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন তিনি।

তিনি আরো বলেন, বিএনপি বারবার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দলের ভেতরে অপকর্মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। বরং কোনো কোনো ক্ষেত্রে উদ্দেশ্যপ্রণোদিত নিষ্ক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে, যা সমাজের জন্য হুমকি।

রিজভী বলেন, বর্তমান সরকারের ছত্রচ্ছায়ায় কালো টাকার দৌরাত্ম্য ও গোপন চক্রের কারণে দুষ্কৃতিকারীরা সাহস পাচ্ছে, যা সমাজে নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি করছে। প্রশাসনের ব্যর্থতা ও পক্ষপাতদুষ্ট ভূমিকার কারণে জনগণের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলেও তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে তিনি জোর দিয়ে বলেন, রাষ্ট্রে শান্তি ও স্থিতি প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দক্ষ ও নিরপেক্ষ প্রশাসন আজ সবচেয়ে জরুরি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×