মিরপুরে হামলা ও চাঁদাবাজির মূহুর্তে টাকাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার


February 4 2025/imag ১২৩.webp

মিরপুরে আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম রনি ও তার স্ত্রী জাহানারা ইসলামের বাসায় হামলা চালিয়ে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে ছাত্রদলের চার নেতাকে হাতেনাতে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ ও র‍্যাবের একটি যৌথ দল।

ভুক্তভোগী জাহানারা ইসলাম মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন, তিনি ও তার স্বামী পশ্চিম মনিপুর এলাকার প্রতীক ভিলায় বসবাস করেন। রোববার (৬ জুলাই) রাত ১০টার দিকে ছাত্রদল নেতা তাবিদ আহমেদ আনোয়ার (৩৫), মো. আতিকুর রহমান মিন্টু (৩৫), মো. রতন মিয়া (৩৪), মো. ইসমাইল হোসেন (২৪) এবং আরও ৮-১০ জন অজ্ঞাত ব্যক্তি তাদের বাসায় গিয়ে কলিংবেল বাজায়। দরজা খোলামাত্র তারা জোর করে বাসায় প্রবেশ করে এবং দু’জনকে জিম্মি করে।

অভিযুক্তরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে হুমকি দিয়ে বলে, ‘তুই ফ্যাসিস্ট সরকারের লোক, তোকে পুলিশে দিইয়া ধরায়া দিব।’ পরে প্রাণনাশের হুমকি দিয়ে ২০ লাখ টাকা দাবি করে। ভয়ে জাহানারা ইসলাম প্রথমে বাসায় রাখা ২০ হাজার টাকা তুলে দেন। পরে প্রতিবেশীর কাছ থেকে ধার করে আরও ৩ লাখ টাকা জোগাড় করে দেন। এরপর বিকাশের মাধ্যমে আরও ১ লাখ ৮০ হাজার টাকা পাঠানো হয়, যার মধ্যে ছেলেমেয়ের কাছ থেকেও টাকা সংগ্রহ করা হয়।

এভাবে রাত ৩টা পর্যন্ত অভিযুক্তরা বাসায় অবস্থান করে ভয়ভীতি দেখায় এবং মোট ৫ লাখ টাকা আদায় করে। বাসা থেকে বের হওয়ার সময় পুলিশ ও র‍্যাবের সদস্যরা অভিযানে গিয়ে চারজনকে আটক করে। তাদের কাছ থেকে ১৬ হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা চাঁদাবাজির কথা স্বীকার করেছে।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ওসি মো. সাজ্জাদ রোমন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।’

ঘটনার পরপরই ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম শাখা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, অভিযুক্ত দুই নেতা—মো. আতিকুর রহমান মিন্টু ও তাবিদ আহমেদ আনোয়ার—কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। এই সিদ্ধান্ত দেন সংগঠনের সভাপতি মো. রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদ।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×