আকুর দায় পরিশোধের পর রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০২:৫৬ পিএম, ০৮ জুলাই ২০২৫

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দায় পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ কমে ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। গত মে-জুন সময়ের জন্য আকুতে দুই বিলিয়ন ডলার (২০১ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার) পরিশোধ করেছে বাংলাদেশ। এর ফলে এখন দেশে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলারে (দুই হাজার ৯৫২ কোটি ৯৩ লাখ ১০ হাজার ডলার)।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, এখন দেশে রিজার্ভ বিপিএম-৬ দাঁড়িয়েছে ২৪ দশমিক ৪৫ বিলিয়ন ডলার (দুই হাজার ৪৪৫ কোটি ৮৯ লাখ ৩০ হাজার ডলার)।
আজ মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ২ জুলাই আইএমএফের হিসাব অনুযায়ী দেশে রিজার্ভ বিপিএম-৬ ছিল দুই হাজার ৬৬৮ কোটি ৬৯ লাখ ডলার। আজ বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ ছিল তিন হাজার ১৭১ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ডলার। তবে ব্যয়যোগ্য রিজার্ভ এক হাজার ৮০০ কোটি ডলারের বেশি।
গত ৩০ জুন দেশে রিজার্ভ বিপিএম-৬ ছিল দুই হাজার ৬৬৬ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ ছিল তিন হাজার ১৬৮ কোটি ৩৯ লাখ ৭০ হাজার ডলার।
এরও আগে গত ২৯ জুন দেশে রিজার্ভ বিপিএম-৬ ছিল দুই হাজার ৩১ কোটি ৯৮ লাখ ৯০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ ছিল তিন হাজার ১৩১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ডলার।
আর গত ২৫ জুন দেশে রিজার্ভ বিপিএম-৬ ছিল দুই হাজার ২৬৫ কোটি ২৩ লাখ ৯০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ ছিল দুই হাজার ৭৬৭ কোটি ২০ লাখ ২০ হাজার ডলার।