বিএনপির সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১২:৫৮ পিএম, ০৮ জুলাই ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে কার্যালয়ে স্বাগত জানান মির্জা ফখরুলসহ বিএনপির নেতারা। সৌজন্য সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
তিনি জানান, মির্জা ফখরুলের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।
তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি শামসুদ্দিন দিদার।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পতনের পর চীনের সঙ্গে বিএনপির কূটনৈতিক যোগাযোগ জোরদার হয়। গত এক বছরে দুই দফা চীন সফর করেছে বিএনপি। সর্বশেষ গত মাসেই মির্জা ফখরুলের নেতৃত্বে একটি নয় সদস্যের প্রতিনিধি দল চীন সফর করে ফেরে।
চীনা রাষ্ট্রদূতের এই সৌজন্য সাক্ষাৎকে রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে।