ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে ইরানের নিহতের সংখ্যা ১,০৬০ ছাড়াল


February 4 2025/ezgi dw.jpg

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে ইরান সরকার জানিয়েছে, অন্তত ১,০৬০ জন নিহত হয়েছেন এবং এই সংখ্যা আরও বাড়তে পারে।

সোমবার (৭ জুলাই) ইরানের শহীদ ও প্রবীণদের বিষয়ক ফাউন্ডেশনের প্রধান সাঈদ ওহাদি রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে এই তথ্য জানান। তিনি সতর্ক করে বলেন, গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় নিহতের সংখ্যা ১,১০০ পর্যন্ত পৌঁছাতে পারে।

মঙ্গলবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে অ্যাসোসিয়েট প্রেস।

১২ দিনের ইসরাইলি বিমান হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস, সামরিক স্থাপনা গুঁড়িয়ে যাওয়া এবং পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হলেও যুদ্ধ চলাকালে তেহরান এই ধ্বংসযজ্ঞকে হালকাভাবে দেখানোর চেষ্টা করে।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ধীরে ধীরে ইরান ক্ষয়ক্ষতির মাত্রা স্বীকার করতে শুরু করেছে, তবে সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেনি।

ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টসের হিসাবে, ইরান-ইসরাইল যুদ্ধে ১,১৯০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪৩৬ জন বেসামরিক নাগরিক এবং ৪৩৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এছাড়া হামলায় আরও ৪,৪৭৫ জন আহত হয়েছেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×