ছুরি হাতে কমলাপুর স্টেশনে ভাইরাল শাহ আলী গ্রেপ্তার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৪:০৯ পিএম, ২০ অক্টোবর ২০২৫

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ছুরি হাতে ঘোরাফেরার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া শাহ আলী সিকদারকে (৩৫) গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) রাতে গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ঢাকা রেলওয়ে থানা-পুলিশ। সোমবার (২০ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস।
ওসি ফেরদৌস বলেন, “গত ১৬ অক্টোবর কমলাপুর রেলওয়ে স্টেশনে শাহ আলী সিকদার ছুরি হাতে ছবি তুলেছিলেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ঘটনাটির পর তার অবস্থান শনাক্ত করে পুলিশ অভিযান পরিচালনা করে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করে।”
তিনি আরও জানান, শাহ আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এর আগে, ১৫ অক্টোবর রাতে এক যাত্রী ফেসবুকে শাহ আলীর ছুরি হাতে তোলা একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিও দ্রুতই ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এক যুবক ধূমপান করছেন এবং কোমর থেকে কাপড়ে মোড়ানো একটি ছুরি বের করে প্রকাশ্যে প্রদর্শন করছেন। কিছুক্ষণ পর তিনি সেটি আবার কাপড়ে মুড়ে কোমরে গুঁজে নেন।