গাজার যুদ্ধাপরাধীদের বিচার ভুলে যাওয়া যাবে না: ইরানের ডেপুটি স্পিকার
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৭:৩০ পিএম, ২০ অক্টোবর ২০২৫

জেনেভায় অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সংসদীয় মঞ্চে গাজা যুদ্ধের ন্যায়বিচার নিয়ে তীব্র আভাস দেন ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই। তিনি বলেন, যুদ্ধবিরতির পরও গাজার দিকে তাকিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে, তা কোনোভাবে উপেক্ষা করা উচিত নয়।
পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৯ অক্টোবর) আন্তঃইসলামিক অ্যাসেম্বলির বৈঠকে হাজি বাবাই এই মন্তব্য করেন।
হাজি বাবাই যুক্তরাষ্ট্র ও কয়েকটি পশ্চিমা সরকারের জায়নবাদী শাসনব্যবস্থাকে সরাসরি সমর্থনের উল্লেখ করে এই ধরনের পদক্ষেপগুলোকে "আন্তর্জাতিক শৃঙ্খলার জন্য হুমকি এবং বিশ্ব প্রতিষ্ঠানগুলোর অসম্মানিত করার তৎপরতা" হিসেবে আখ্যায়িত করেন।
তিনি বলেন, দখলদার শাসকগোষ্ঠী দীর্ঘ কয়েক দশক ধরে দায়মুক্তিতে ভুগে শুধুমাত্র মানবিক বিপর্যয়ই বাড়াচ্ছে না, সেই সঙ্গে বৈশ্বিক শান্তি রক্ষায় নিরাপত্তা পরিষদের কর্মবিধিকেও দুর্বল করে দিচ্ছে।
ইরানের প্রতিনিধি ইন্টার-ইসলামিক অ্যাসেম্বলিতে গাজা যুদ্ধে বিশ্বসমাজের নৈতিক দায়বোধের পরীক্ষা হিসেবে উল্লেখ করে বলেন, "মানব বিবেকের জন্য একটি বড় পরীক্ষা" এবং ফিলিস্তিনে স্থায়ী ও মর্যাদাবান শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামি জাতির ঐক্য, সংসদীয় সংহতি ও বৈশ্বিক ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠার ওপর জোর দেন।
হাজি বাবাই আরও জানান, ইসলামি প্রজাতন্ত্র অবিলম্বে যুদ্ধবিরতি ঘটানো, মানবিক সহায়তা পাঠানো, দখলদার বাহিনী প্রত্যাহার করানো, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং জনগণের অধিকার আদায়ের যে কোনো প্রচেষ্টাকে সমর্থন করে। তিনি বলেন, জায়নবাদী সরকার ও তার সহযোগীদের ওপর চাপ সৃষ্টি করতে ইরান কূটনৈতিক শক্তি প্রয়োগ করবে।