চট্টগ্রাম বন্দরে সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতি স্থগিত


চট্টগ্রাম বন্দরে সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতি স্থগিত

চট্টগ্রাম বন্দরে ৪১ শতাংশ বাড়ানো মাশুল প্রত্যাহারের দাবি নিয়ে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন যে সপ্তাহব্যাপী কর্মবিরতির ঘোষণা দিয়েছিল, তা বন্দর কর্তৃপক্ষের আশ্বাস পাওয়ার পর স্থগিত করা হয়েছে। আজ সোমবার সংগঠনটি এই সিদ্ধান্ত জানায়, ফলে দেশের ব্যস্ততম সমুদ্রবন্দরে কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

গত শনিবার সিঅ্যান্ডএফ এজেন্টরা চার ঘণ্টার কর্মবিরতির কর্মসূচি গ্রহণ করেন। রোববার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা এই কর্মবিরতি পালন করেন, যার কারণে বন্দরে নতুন চালান খালাসে বিঘ্ন ঘটে।

সংগঠনের সভাপতি এস এম সাইফুল আলম এই কর্মসূচি স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেন, "যেহেতু বন্দর কর্তৃপক্ষ বর্ধিত মাশুল প্রত্যাহার করতে সম্মত হয়েছে, তাই আমরাও কর্মবিরতি কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।" তিনি আরও যোগ করেন, "বন্দর কর্তৃপক্ষ আজ সকালে আমাদের আশ্বাস দিয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে কর্মীদের কাজে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছি।"

উল্লেখ্য, ব্যবসায়ীদের আপত্তি উপেক্ষা করে গত ১৪ সেপ্টেম্বর বন্দরের নতুন মাশুলের গেজেট প্রকাশ করা হয় এবং ১৫ অক্টোবর থেকে তা কার্যকর করা হয়। নতুন মাশুলের হার পূর্বের তুলনায় গড়ে প্রায় ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল।

যদিও আজ সোমবার কর্মবিরতির কারণে কন্টেইনার সরবরাহের ক্ষেত্রে তেমন কোনো ব্যাঘাত দেখা যায়নি, বন্দর কর্মকর্তারা ও শিপিং এজেন্টরা সতর্ক করে জানিয়েছেন, কর্মবিরতি চলতে থাকলে ভবিষ্যতে বন্দরের কার্যক্রমে ধীরগতি আসতে পারে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×