জনতা ব্যাংকের ১১৩০ কোটি টাকা আত্মসাৎ

আতিউর-বারাকাতসহ ২৬ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন


আতিউর-বারাকাতসহ ২৬ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

জনতা ব্যাংক থেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে বিপুল অঙ্কের ঋণ নিয়ে তা আত্মসাতের অভিযোগে আলোচিত মামলায় সাবেক বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান ও অর্থনীতিবিদ ড. আবুল বারাকাতসহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার, ২০ অক্টোবর, এই চার্জশিট অনুমোদন করে কমিশন।

চার্জশিট অনুযায়ী, এনানটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানের নামে শর্ত শিথিল করে ঋণ অনুমোদন দেয়া হয়, যদিও এসব প্রতিষ্ঠানের যথাযথ যোগ্যতা ছিল না। এসব প্রতিষ্ঠানের কাগজপত্র ছিল ভুয়া। তদন্তে উঠে এসেছে, এই প্রক্রিয়ায় সরাসরি আত্মসাৎ করা হয়েছে ৫৩১ কোটি ৪৩ লাখ টাকা, যা সুদ-আসলে এখন দাঁড়িয়েছে ১১৩০ কোটি ১৮ লাখ টাকায়।

এ মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন এনানটেক্স গ্রুপের চেয়ারম্যান ইউনুছ বাদল, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী, সাবেক নির্বাহী পরিচালক নওশাদ আলী চৌধুরী এবং জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদসহ আরও বেশ কয়েকজন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা।

দুদক চলতি বছরের ২২ ফেব্রুয়ারি এই মামলাটি দায়ের করে, যেখানে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। ওই সময়ই অর্থনীতিবিদ আবুল বারাকাতকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়।

চার্জশিটে প্রমাণ হিসেবে দুর্নীতির নথিপত্র, আর্থিক লেনদেনের বিশদ বিবরণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা তুলে ধরা হয়েছে বলে জানা গেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×