১ সপ্তাহের মধ্যে খুলবে বিমানবন্দরের ই-গেট, কমানো হবে পাসপোর্ট ফি


১ সপ্তাহের মধ্যে খুলবে বিমানবন্দরের ই-গেট, কমানো হবে পাসপোর্ট ফি

প্রবাসীদের দেশে ফেরার অভিজ্ঞতা আরও সহজ করতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। আগামী এক সপ্তাহের মধ্যেই দেশের বিমানবন্দরে ই-গেট চালু করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এর ফলে ই-পাসপোর্টধারীরা সহজেই ই-গেট ব্যবহার করে প্রবেশ করতে পারবেন বিমানবন্দরে। পাশাপাশি রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের জন্য পাসপোর্ট ফি হ্রাসের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব তথ্য জানান উপদেষ্টা।

তিনি বলেন, “যাদের ই-পাসপোর্ট রয়েছে তারা পাসপোর্ট দেখিয়ে যেন ই-গেট দিয়ে ঢুকে যেতে পারে।” একইসঙ্গে তিনি জানান, রেমিট্যান্সযোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি সাধারণ নাগরিকদের সমান করা হবে।

সভায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো নিয়েও আলোচনা হয় বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে প্রবাসীদের গুরুত্ব বিবেচনায় এনে বিশেষভাবে পাসপোর্ট ফি কমানোর বিষয়টি জোর দিয়ে বলা হয়। তার ভাষায়, “আমরা শুধু সব সময় রেমিট্যান্স যোদ্ধা বলি। কিন্তু রেমিট্যান্স যোদ্ধা হিসেবে যে সম্মানটা পাওয়া দরকার সেটা অনেক ক্ষেত্রে পায় না। এজন্য আপাতত তাদের পাসপোর্টের ফি কমিয়ে দেওয়া হবে।”

পাসপোর্ট ফি ঠিক কতটা কমবে, এমন প্রশ্নে তিনি জানান, বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেই হ্রাসের পরিমাণ নির্ধারণ করা হবে। তিনি বলেন, “তারা বিমানে ভ্রমণ করে থাকে। বিমানে যাতে সার্ভিসটা ভালো পায় এবং বিমানবন্দরে আসার পরও যেন সার্ভিসটা ভালো পায় সেই চেষ্টা করবো।”

বিমান ভাড়া কমানোর কোনো সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, “যদি কমানো যায় অবশ্যই চেষ্টা করবো। যেহেতু এটা বাণিজ্যিক এবং প্রতিযোগিতামূলক বিষয় রয়েছে। বিমান লাভজনক পর্যায় থেকে যতটুকু সুবিধা দেওয়া যায় ততটুকুই তারা দেবে।”

ই-গেট প্রসঙ্গে তিনি আরও জানান, “ই-গেট ইনস্টল হয়ে গেছে। হয়তো দুই-চার দিনের মধ্যে করে দেবো।” ডিসেম্বরের মধ্যেই প্রবাসীদের ই-পাসপোর্ট প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যও রয়েছে সরকারের।

সাপ্তাহিক সময়সীমার মধ্যে ই-গেট চালু হবে কিনা জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “মোটামুটি এক সপ্তাহের মধ্যেই খুলে দেওয়া হবে।” তবে নির্দিষ্ট কোনও তারিখ তিনি উল্লেখ করেননি।

এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে প্রবাসীদের জন্য সরকারি সেবাগুলো আরও সহজ, দ্রুত ও সম্মানজনক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×