বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তিধর হতে চায় দক্ষিণ কোরিয়া


বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তিধর হতে চায় দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়া আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্বের চতুর্থ বৃহত্তম প্রতিরক্ষা শিল্প হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে চলছে। দেশের প্রেসিডেন্ট লি জে মিয়ুং সম্প্রতি বলেছেন, তারা প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণার জন্য বাজেট নির্ধারণে প্রত্যাশার চেয়ে বেশি বরাদ্দ করার পরিকল্পনা গ্রহণ করেছে।

সোমবার (২০ অক্টোবর) সিউল আন্তর্জাতিক মহাকাশ ও প্রতিরক্ষা প্রদর্শনীর মঞ্চে তিনি এ তথ্য জানান। সেখানে দেশটি তার হাউইটজার, আত্মঘাতী ড্রোন, আধুনিক মানবহীন ও কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক অস্ত্রসমূহ প্রদর্শন করেছে, যা আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে তাদের বিক্রয় বৃদ্ধি করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (SIPRI) এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে অস্ত্র বিক্রিতে দক্ষিণ কোরিয়া বিশ্বের দশম বৃহত্তম দেশ হিসেবে স্থান পেয়েছে।

প্রেসিডেন্ট লি জে মিয়ুং বলেন, “প্রতিরক্ষা শিল্পের শীর্ষ চারটি পাওয়ারহাউসের মধ্যে একটি হওয়া কোনোভাবেই অসম্ভব স্বপ্ন নয়।”

তিনি আরও বলেন, “প্রতিরক্ষা খাতে বিশেষ সেমিকন্ডাক্টরের মতো স্বাধীনভাবে সুরক্ষিত প্রযুক্তি, যন্ত্রাংশ এবং উপকরণের উন্নয়নে বিনিয়োগকে কেন্দ্রীভূত করে আমরা প্রযুক্তিগত সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করব।”

লি জে মিয়ুং উল্লেখ করেন, দক্ষিণ কোরিয়া কেবল তাদের অস্ত্র সরবরাহ করেই থেমে থাকবে না, তারা বিদেশি প্রতিরক্ষা অংশীদারদের সঙ্গে “একটি শিল্পের ভিত্তি তৈরির প্রযুক্তি এবং অভিজ্ঞতা” ভাগাভাগি করার প্রতিশ্রুতিও দিয়েছে।

বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উত্তেজনা বৃদ্ধির পর থেকে দক্ষিণ কোরিয়া দ্রুত বর্ধনশীল অস্ত্র রপ্তানিকারকদের মধ্যে অন্যতম হয়ে উঠেছে। হাউইটজার, গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধজাহাজসহ বহু বিলিয়ন ডলারের চুক্তি তারা ইতোমধ্যে সই করেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×