জুলাই অভ্যুত্থানে ৮৩৭টি হত্যা মামলা, দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাচ্ছে অধিকাংশ


জুলাই অভ্যুত্থানে ৮৩৭টি হত্যা মামলা, দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাচ্ছে অধিকাংশ

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা ৮৩৭টি মামলার অধিকাংশই দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ৪৫টি মামলা বাদে বাকি মামলাগুলো এই প্রক্রিয়ার আওতায় আসবে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।

সোমবার, ২০ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, এসব মামলার কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত এই কমিটি প্রসিকিউশনের কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “আওয়ামী সরকারের নির্দেশনায়, জুলাই মাসে সারা দেশে ছাত্র ও সাধারণ মানুষের বিরুদ্ধে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় ৮৩৭টি মামলা রেকর্ড হয়েছে। এর মধ্যে ১৯টি মামলার অভিযোগপত্র ইতোমধ্যে পুলিশের পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে। এসব মামলা বিচারাধীন থাকবে ‘দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০০’-এর ১০ ধারা অনুযায়ী।”

গঠিত কমিটিকে তিনটি প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথমত, জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র ও জনতার আন্দোলন দমন করতে সংঘটিত হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের সব মামলা সংগ্রহ করা, যার মধ্যে প্রতিটির বর্তমান অগ্রগতি উল্লেখ থাকবে। দ্বিতীয়ত, অভিযোগপত্র দাখিল হওয়া মামলাগুলোর প্রসিকিউশন কার্যক্রমে যদি কোনো প্রতিবন্ধকতা থেকে থাকে, তা চিহ্নিত করা। এবং তৃতীয়ত, এসব সমস্যার সমাধানে সরকারের কাছে প্রাসঙ্গিক সুপারিশ পাঠানো।

এছাড়াও, কমিটি তাদের কাজের অগ্রগতি সম্পর্কে ভুক্তভোগী পরিবার এবং জনগণকে নিয়মিত অবহিত করবে বলেও জানিয়েছে আইন মন্ত্রণালয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×