নির্বাচনে সেনাবাহিনী থাকবে ইন এইড টু সিভিল পাওয়ারে: ইসি সচিব
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৬:৩২ পিএম, ২০ অক্টোবর ২০২৫

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেনাবাহিনী। তবে তারা দায়িত্ব পালন করবে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ হিসেবে, অর্থাৎ প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মো. আখতার হোসেন।
সোমবার, ২০ অক্টোবর, নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সবাই চায় অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনের কোনো উদ্বেগ নেই। সেনাবাহিনী বর্তমানে যেভাবে আছে, সেভাবেই ইন এইড টু সিভিল পাওয়ার হিসেবে নির্বাচনেও থাকবে। আরপিও অনুযায়ী যেভাবে প্রস্তাব এসেছে, সেভাবেই মোতায়েন করা হবে।”
তিনি জানান, আসন্ন নির্বাচনে প্রায় ছয় লাখ সদস্যের একটি বিশাল নিরাপত্তা বাহিনী মাঠে থাকবে। এর মধ্যে সেনাবাহিনীর সদস্য থাকবে এক লাখ, পুলিশের সদস্য দেড় লাখ এবং আনসারসহ অন্যান্য বাহিনীর সদস্যরা থাকবেন বাকি অংশে।
নির্বাচনকালীন নিরাপত্তা আরও জোরদার করতে ড্রোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলেও জানান সচিব। তবে এই নিষেধাজ্ঞা শুধু রাজনৈতিক দল ও প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনে ড্রোন ব্যবহার করতে পারবে।
এবার আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েনের সময়সীমাও বাড়ানো হতে পারে। সচিব জানান, আগের নির্বাচনগুলোতে সাধারণত পাঁচ দিনব্যাপী মোতায়েন করা হতো। এবার সেই সময়সীমা বাড়িয়ে আট দিন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ভোটের আগের তিন দিন, ভোটের দিন এবং পরবর্তী চার দিন অন্তর্ভুক্ত থাকবে। কমিশন বর্তমানে এ প্রস্তাব যাচাই-বাছাই করছে।