ঢাকায় গ্রেপ্তার ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহফুজুল হক


ঢাকায় গ্রেপ্তার ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহফুজুল হক

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক (মাহফুজ) কে ঢাকায় গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর ডেমরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মাহফুজুল হক ফরিদগঞ্জ পৌরসদরের কাছিয়াড়া গ্রামের মাওলানা শহিদ উল্যার বড় ছেলে। তিনি ২০১৭ সালের পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন।


ডিবির সূত্রে জানা যায়, গত সরকার পতনের পর থেকেই মাহফুজুল হক আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন গা-ঢাকা দেওয়ার পর অবশেষে বুধবার রাতে ডেমরায় বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।


ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, মাহফুজুল হকের বিরুদ্ধে নাশকতার একটি মামলা রয়েছে। বর্তমানে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×