শিক্ষক আন্দোলন: হাইকোর্ট মাজার গেটে রাতযাপন, বুধবার শাহবাগ ব্লকেড
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:৩৪ পিএম, ১৪ অক্টোবর ২০২৫

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আন্দোলন আরও জোরদার করে হাইকোর্ট মাজার গেটে রাত যাপনের সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল বুধবার (১৫ অক্টোবর) তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বেলা ১২টায় ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি পালন করবেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে হাইকোর্ট মাজার গেটে পৌঁছানোর সময় পুলিশ শিক্ষকদের পথ আটকে দেয়। এরপর থেকে তারা সেখানেই অবস্থান করছেন।
শিক্ষকরা বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ (ন্যূনতম ৩ হাজার টাকা) বৃদ্ধি, ১,৫০০ টাকা মেডিক্যাল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতাসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন চালাচ্ছেন।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, “রাতে মাজার গেটেই আমরা অবস্থান করবো। বুধবার দুপুর ১২টায় শাহবাগ ব্লকেড করবো। রাতে শিক্ষকদের সঙ্গে আলোচনা করে কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করব। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত শিক্ষকেরা শ্রেণিকক্ষে অংশ নেবেন না।”
শিক্ষকরা জানিয়েছেন, সারাদিন গোয়েন্দা সংস্থা ও পুলিশ অনুরোধ করেছিল কর্মসূচি স্থগিত রাখার জন্য। তবে শিক্ষকেরা জানিয়েছে, কর্মসূচি যথা সময় পালন হবে। প্রশাসন সময় চাইলেও কিছু করতে পারেনি।
শিক্ষকরা অভিযোগ করেছেন, “শিক্ষা উপদেষ্টা শহীদ মিনারে খোলা আকাশের নিচে অবস্থান করাতে বাধ্য করেছেন। শিক্ষকরা চেয়ার-সিটে বসার পর পুলিশ লাঠিচার্জ ও মারধর করেছে। শিক্ষকদের দাড়ি ধরে টানা হয়েছে, জামা ছিঁড়ে ফেলা হয়েছে এবং পুলিশ বক্সে নিয়ে থাপ্পড় মারা হয়েছে। এই ব্যর্থ শিক্ষা উপদেষ্টার সঙ্গে কোনও আলোচনায় শিক্ষকরা যাবে না।”
মঙ্গলবার বিকাল সোয়া ৪টা থেকে মাজার গেটে পুলিশ ও শিক্ষকরা মুখোমুখি অবস্থানের পর শিক্ষকরা রাতযাপনের সিদ্ধান্ত নেন। শিক্ষকরা জানিয়েছেন, কর্মবিরতি চলবে। ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১,৫০০ টাকা মেডিক্যাল ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতিও চলবে।