ডিসি-ইউএনও আমার কাছে কিছু না, বিএনপি নেতার ভিডিও ভাইরাল


ডিসি-ইউএনও আমার কাছে কিছু না, বিএনপি নেতার ভিডিও ভাইরাল

নোয়াখালীর হাতিয়ার তমরদ্দি ইউনিয়নে টিসিবি ডিলারের নিয়োগ প্রক্রিয়ার তদন্তকালে উপজেলা বিএনপির এক নেতা আব্দুল আলী কর্তব্যরত কর্মকর্তা উপর উত্তেজিত হয়ে আচরণ করেন। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, তমরদ্দি ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল আলী তদন্ত কর্মকর্তাকে বারবার মারতে যান এবং উত্তেজিত ভাষায় গালমন্দ করছেন। ঘটনাস্থলে থাকা অনেকে তাঁকে থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত তদন্তকর্মী মাথা নিচু করে স্থান ত্যাগ করেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী ইমরান হোসেন জানান, টিসিবি ডিলারের নিয়োগের জন্য তমরদ্দি ইউনিয়নের ২০ প্রার্থী আবেদন করেছিলেন। মাঠ পরিদর্শনে গিয়ে আব্দুল আলীর আবেদন যাচাই করতে গিয়ে তিনি ঘরটি তালাবদ্ধ অবস্থায় পান। ঘর খোলার জন্য অনুরোধ করলে আব্দুল আলী হুমকি ও অকথ্য ভাষায় আচরণ করেন।

অভিযুক্ত নেতা আব্দুল আলী সাংবাদিকদের বলেন, “আমাকে কল না দিয়ে তারা তদন্ত করতে এলে আমি সেখানে উপস্থিত হই। ঘর খোলার ক্ষেত্রে দেরি হওয়ায় তিনি আমার সঙ্গে খারাপ আচরণ করায় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারিনি। কিছু কথা রাগে বলেছি।”

সাবেক ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন বাহার বলেন, “আবদুল আলী দলের কোনো পদে ছিলেন না। দলীয় নাম ব্যবহার করে কারো অনৈতিক কাজ করার সুযোগ নেই।”

ইউএনও মো. আলাউদ্দিন বলেন, “সমাজসেবা কর্মকর্তা বিষয়টি আমাকে জানিয়েছেন। ভিডিওতে দেখা আচরণে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×