মিরপুরের আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১৬, আগুন এখনও জ্বলছে


মিরপুরের আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১৬, আগুন এখনও জ্বলছে

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে মঙ্গলবার সকালে শুরু হওয়া আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকল মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহগুলো মূলত গার্মেন্টস ভবন থেকে উদ্ধার করা হয়েছে। একই সাথে কেমিক্যাল গোডাউনে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে।

আগুনের সূত্রপাত ঘটেছে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে, যখন মিরপুরের শিয়ালবাড়ির একটি পোশাক কারখানা ও পাশের একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ড শুরু হয়।

বিকেলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, “তল্লাশি অভিযান এখনও চলমান। পাশের কেমিক্যাল গোডাউনে আগুন এখনও জ্বলছে। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা সেখানে কাউকেই যেতে দিচ্ছি না। ড্রোন ও সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করছি।”

তিনি আরও বলেন, আগুনের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। যেসব আগুন নেভানোর চেষ্টা করেছেন তারা গার্মেন্টস এবং রাসায়নিক উভয় স্থানে আগুন দেখা গেছে বলছেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনতলা পোশাক কারখানার নিচতলায় থাকা ‘ওয়াশ ইউনিট’-ই আগুনের মূল কেন্দ্র। সেখানে আগুন লাগার পর পাশের রাসায়নিক গোডাউনে ছড়িয়ে পড়লে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর আগুন পুরো তিনতলা গার্মেন্টস ভবনে ছড়িয়ে যায়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×