শেখ হাসিনার পূবালী ব্যাংকের লকার জব্দ করেছে এনবিআর
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১২:৩১ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা ইউনিট কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) বুধবার সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে, যা পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় অবস্থিত।
সিআইসির মহাপরিচালক আহসান হাবীব নিশ্চিত করেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে (লকার নং-১২৮)। এই লকারের দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে। বিস্তারিত পরে জানানো হবে।”
এনবিআরের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, লকারটিতে স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকার আশঙ্কা রয়েছে, যদিও এখনই এর বিষয়বস্তু সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই লকারটি জব্দ করা হয়েছে বলে সূত্রটি জানায়।
আইনি প্রক্রিয়া অনুসরণ করে যথাযথ নিয়মে লকারটি খোলার ব্যবস্থা নেওয়া হবে বলেও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।