টঙ্গীতে আগুনে দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা


টঙ্গীতে আগুনে দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুরে আগুনে দগ্ধ ফায়ার সার্ভিসের কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে এবং প্রয়োজনে সরকারের পক্ষ থেকে আরও সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে তিনি জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করেন এবং টঙ্গী কেমিক্যাল গোডাউনে দগ্ধ ও আহতদের শারীরিক অবস্থা দেখেন। এ সময় তিনি বলেন, আহতদের চিকিৎসায় কোনো অবহেলা করা হবে না।

গতকাল দুপুর ৩টার দিকে টঙ্গীর একটি কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের চারজন কর্মী গুরুতরভাবে আহত হন, যার মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

চিকিৎসকরা জানিয়েছেন, চল্লিশভাগের বেশি পুড়ে যাওয়া শারীরিক ক্ষতি সবচেয়ে শঙ্কাজনক। আহতদের সঠিক চিকিৎসা প্রদানের জন্য সবরকম চেষ্টা চলছে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা দগ্ধদের জন্য সকলের দোয়া কামনা করেছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×