নির্বাচনে পুলিশের ব্যবহারের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা: অর্থ উপদেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০১:৫৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ব্যবহারের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আগামী নির্বাচনে পুলিশের ব্যবহারের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হচ্ছে। কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিত করতে এই ক্যামেরাগুলো ইউএনডিপির মাধ্যমে সংগ্রহ করা হবে। তবে এটি সম্পূর্ণ সরকারি অর্থ থেকে করা হবে।
তিনি আরও জানান, নির্বাচনে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার সহযোগিতা করবে। এছাড়াও, বাজার স্থিতিশীল রাখার পাশাপাশি আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বেসরকারি ব্যাংক থেকে ডলার ক্রয় করছে বলেও জানান অর্থ উপদেষ্টা।