জোটবদ্ধ নির্বাচন করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে: ইসি সানাউল্লাহ


জোটবদ্ধ নির্বাচন করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, জোটবদ্ধভাবে নির্বাচন হলেও প্রার্থীদের অবশ্যই নিজ দলের প্রতীকে ভোট দিতে হবে। বুধবার (৩ সেপ্টেম্বর) তিনি এ তথ্য একটি সংবাদ সম্মেলনে জানান।

ইসি সানাউল্লাহ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা সম্প্রসারিত করা হয়েছে। পুলিশ ও র‌্যাবের পাশাপাশি সেনা, নৌ, বিমান বাহিনী ও কোস্টগার্ডকেও এতে যুক্ত করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, হলফনামায় যদি কোনো প্রার্থী মিথ্যা তথ্য প্রদান করেন এবং তা নির্বাচিত হওয়ার পাঁচ বছরের মধ্যে প্রমাণিত হয়, তাহলে সেই সংসদ সদস্যের প্রার্থিতা বাতিল ও খারিজ করা হবে।

এছাড়া, তিনি বলেন, ‘না’ ভোটের বিধান শুধুমাত্র একক প্রার্থীর আসনের জন্য প্রযোজ্য। বিনা ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ আর থাকবে না। পাশাপাশি ফলাফল বাতিলের ক্ষেত্রে ইসির ক্ষমতাও পুনর্বহাল করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×