প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে কানাডা যাচ্ছেন সিইসি


প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে কানাডা যাচ্ছেন সিইসি

প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করতে আগামী ২৬ আগস্ট কানাডা সফরে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ১৪ দিনের এই সফরে তিনি সেখানে ভোটার কার্যক্রম উদ্বোধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ করবেন।

নির্বাচন কমিশনের উপ-সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সিইসি ২৬ আগস্ট (মঙ্গলবার) কানাডার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ফিরবেন ৮ সেপ্টেম্বর। তার সঙ্গে থাকবেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির।

এদিকে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদও বিদেশে অবস্থান করছেন। তিনি রোববার (১৭ আগস্ট) জাপানে গেছেন প্রবাসীদের জন্য চালু হওয়া ভোটার কার্যক্রম পরিদর্শনে। ২৩ আগস্ট তিনি দেশে ফেরার কথা রয়েছে।

বর্তমানে বিশ্বের ৯টি দেশের ১৬টি স্টেশনে বাংলাদেশি প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালাচ্ছে নির্বাচন কমিশন। দেশগুলো হলো— সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা। এসব দেশ থেকে এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার প্রবাসী ভোটার হওয়ার আবেদন করেছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×