সচিবালয়ে আজ উপদেষ্টা পরিষদের বৈঠক


সচিবালয়ে আজ উপদেষ্টা পরিষদের বৈঠক

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে সচিবালয়ে। সকাল ১০টা ৩০ মিনিটে এই বৈঠক বসবে নবনির্মিত সচিবালয় ভবনের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে।

মন্ত্রিপরিষদ বিভাগের একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, সচিবালয়ের ২০ তলা নতুন ভবনের ১ নম্বর ভবনে অবস্থিত এই সম্মেলন কক্ষে বৈঠকে সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সূত্রটি আরও জানায়, বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলাদাভাবে আলোচনায় বসতে পারেন। এতে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দিতে পারেন বলেও জানা গেছে।

এই উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. নিকারুজ্জামানের স্বাক্ষরে একটি নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, সচিবালয়ের সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টার আগেই ১ ও ২ নম্বর গেট ব্যবহার করে অফিসে প্রবেশ করতে হবে।

বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, ২০ তলা নবনির্মিত ভবন (১ নম্বর ভবন) যেখানে মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হয়, সেসব দপ্তরের সংশ্লিষ্টদের সকাল ৯টার মধ্যেই অফিসে উপস্থিত থাকতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো গাড়ি, উপদেষ্টা কিংবা সিনিয়র সচিব/সচিবদের গাড়িও ২০ তলা ভবনের বেজমেন্ট, সামনের রাস্তা কিংবা আশপাশে পার্ক করা যাবে না। সভায় অংশ নেওয়া উপদেষ্টা, সিনিয়র সচিব/সচিব ও আমন্ত্রিত কর্মকর্তাদের ৫ নম্বর গেট ব্যবহার করে নির্ধারিত নিরাপত্তা পাসসহ সকাল ১০টার মধ্যে সম্মেলন কক্ষে প্রবেশ করার অনুরোধ জানানো হয়েছে।

এছাড়াও জানানো হয়েছে, বৈঠকে অংশগ্রহণকারীদের গাড়ি ১ নম্বর ভবনের সামনে যাত্রী নামিয়ে নিজ নিজ মন্ত্রণালয়ের নির্ধারিত পার্কিং এলাকায় ফিরে যেতে হবে। সচিবালয়ের সব কর্মীকে অফিস পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠক চলাকালীন প্রধান উপদেষ্টা সচিবালয়ে অবস্থান করবেন বলে, ১ নম্বর ভবনের সব কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ অফিস কক্ষে অবস্থান করতে বলা হয়েছে। একই সঙ্গে উপদেষ্টা, সিনিয়র সচিব ও সচিবদের সঙ্গে থাকা গানম্যানদের সচিবালয়ে প্রবেশ না করার অনুরোধও করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×