সচিবালয়ের সামনে শিক্ষার্থী-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া


সচিবালয়ের সামনে শিক্ষার্থী-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে রাত ৩টায় সিদ্ধান্তের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে সচিবালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর সচিবালয়ের সামনে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। বিক্ষোভ সামাল দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

এর কিছুক্ষণ আগে, প্রায় বিকেল ৩টা ৪০ মিনিটে, সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা হঠাৎ করেই গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করেন। এরপর তারা ভাঙচুর চালান সচিবালয়ের ভেতরে থাকা বেশ কয়েকটি সরকারি গাড়িতে। পুলিশ তখন লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

দুপুর থেকেই এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে সিদ্ধান্ত পরিবর্তনের প্রতিবাদে সচিবালয়ের সামনে জড়ো হন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন কলেজ থেকে শত শত শিক্ষার্থী এই বিক্ষোভে অংশ নিয়েছেন। সচিবালয়ের আশেপাশে পূর্ব থেকে নিরাপত্তা জোরদার করে রাখা হয়েছিল। সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগে থেকেই সেখানে মোতায়েন ছিলেন, পরিস্থিতির অবনতি ঠেকাতে।

ঘটনাটি ঘিরে সচিবালয় এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×