সচিবালয়ের কর্মচারীরা দুপুরে বৈঠকে বসছেন


সচিবালয়ের কর্মচারীরা দুপুরে বৈঠকে বসছেন

সচিবালয়ের কর্মচারীরা আজ বুধবার দুপুর ১২টায় ভূমি সচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-মহাসচিব হয়েছেন মো. নজরুল ইসলাম বলেন, মন্ত্রিপরিষদ সচিবের সংগে দায়িত্বপ্রাপ্ত সচিবগণের বৈঠক হয়েছে। ওই বৈঠকে কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ কেউ উপস্থিত ছিলেন না। ফলাফল সম্পর্কে আমরা কেউই কিছু জানি না। তাই ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে জরুরিভাবে দেখা করা হবে।

তিনি বলেন, এ বিষয়ে সচিবালয়ের সব কর্মচারীদেরকে আজ দুপুর ১২টায় সার্বিক বিষয়ে সংক্ষিপ্ত ব্রিফ করা হবে। এজন্য সচিবালয়ের ৪ নম্বর ভবন কেন্টিনে সব কর্মচারীকে উপস্থিত থাকাতে বলা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×