মোহাম্মদপুরে একদিনে গ্রেফতার ৭


মোহাম্মদপুরে একদিনে গ্রেফতার ৭

রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য জানান।

এর আগে গতকাল শুক্রবার দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

মেহেদী হাসান বলেন, শুক্রবার মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে নারীসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- রহিম বাদশা (৩৫), মৃদুল (১৯), টুটুল (২৫), শান্ত (১৯), ফাহিম (১৭), রনি (২৫) ও রানা (৩০)।

এদের মধ্যে দ্রুত বিচার আইনে ৪ জন, মাদক মামলায় একজন, চুরির মামলায় একজন, চাঁদাবাজি মামলায় একজনসহ মোট ৭ জন রয়েছেন।

গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×