বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন প্রায় সাড়ে ২৬ ঘণ্টা পর পুরোপুরি নির্বাপণ


বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন প্রায় সাড়ে ২৬ ঘণ্টা পর পুরোপুরি নির্বাপণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে প্রায় সাড়ে ২৬ ঘণ্টা ধরে লেগে থাকা আগুন অবশেষে পুরোপুরি নির্বাপণ করা হয়েছে। আজ বিকেলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিকেলে এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, “বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসতে পেরেছি।” তিনি বলেন, ভবনের অভ্যন্তরে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ও সতর্কীকরণ ব্যবস্থা না থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আসতে বেশ সময় লেগেছে। স্টিলের ব্যবহার ও তার তাপমাত্রা দীর্ঘ সময় ধরে বজায় থাকার ফলে কাজটি কঠিন হয়ে পড়েছিল।

ফায়ার সার্ভিসের পরিচালক আরও জানান, “ভবনের স্টোরঘরটি সংকীর্ণ হওয়ায় এবং সেখানে দাহ্য পদার্থ থাকার কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে। তবে আমাদের কর্মীদের প্রবেশে কোনো বাধা দেওয়া হয়নি।”

তিনি সতর্ক করে বলেন, “ভবনে ফাটল দেখা দিয়েছে এবং এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।” এছাড়া আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের দুই সদস্য আহত হয়েছেন। যদিও পরিবেশের ওপর সামান্য ঝুঁকি তৈরি হয়েছিল, তা গুরুতর ছিল না বলে তিনি উল্লেখ করেন।

শুক্রবার দুপুর ২টা ১৫ মিনিটে এই ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। প্রায় সাড়ে ২৬ ঘণ্টা কঠোর পরিশ্রমের পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×