সেনাপ্রধানের সঙ্গে কুয়েতের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ


সেনাপ্রধানের সঙ্গে কুয়েতের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে কুয়েতের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রদূত সামিয়াহ এশা জোহার হায়াতের নেতৃত্বে একটি কূটনৈতিক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) সেনাসদরে অনুষ্ঠিত এই বৈঠকে দুইপক্ষ পরস্পরের প্রতি শুভেচ্ছা জানিয়ে সামরিক ক্ষেত্রে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্রধান আলোচ্য বিষয় ছিল যৌথ সামরিক প্রশিক্ষণ, এক্সারসাইজ ও সেমিনারের মাধ্যমে দুই দেশের সামরিক সম্পর্ক জোরদার করা। পাশাপাশি কুয়েতে বাংলাদেশি সেনা সদস্যদের কর্মসংস্থানের সম্ভাবনাও তারা আলোচনা করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলি তুনিয়ান আবদুল ওয়াহাব হামাদাহও উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×