অগ্নিকাণ্ড তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে কোর কমিটি


অগ্নিকাণ্ড তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে কোর কমিটি

সারা দেশে সাম্প্রতিক সময়ে একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পেছনের কারণ অনুসন্ধানে গঠিত হয়েছে একটি কেন্দ্রীয় তদন্ত কমিটি, যার নেতৃত্বে রয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। সাত সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে জাতীয় পর্যায়ে দ্রুত ও সমন্বিত তদন্তের জন্য।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির জরুরি বৈঠক শেষে বিষয়টি জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

তিনি জানান, “এই কমিটি ১২ থেকে ১৪ সদস্যে সম্প্রসারিত হতে পারে এবং আগামী ৫ নভেম্বরের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।”

ঘটনাগুলোর পেছনে নাশকতার কোনো ইঙ্গিত আছে কি না, কিংবা আগুন নিয়ন্ত্রণে আরও দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব ছিল কি না, এসব বিষয় খতিয়ে দেখা হবে বলে জানান উপদেষ্টা। একই সঙ্গে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দায়-দায়িত্ব ও সক্ষমতার বিষয়টিও তদন্তের আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, “আগুন লাগার মতো ঘটনাগুলোতে প্রযুক্তিগত সক্ষমতা ও অক্ষমতা নিয়ে আলোচনা হয়েছে। সীমাবদ্ধতা কিনা তদন্ত করে জানা যাবে।”

সরকারের কারিগরি প্রস্তুতির ঘাটতির কথাও উল্লেখ করেন ফারুক-ই-আজম। “সিভিল এভিয়েশনের ফায়ার সেফটি ছিল, কিন্তু নির্বাপন করার সক্ষমতা ছিল না,” বলেন তিনি।

এর আগে শনিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাত ঘণ্টা সময় লাগে। ওই ঘটনায় বিমান ওঠানামা বন্ধ হয়ে যায়। রাত ৯টার দিকে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়। প্রায় ২৭ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিভে যাওয়ার ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে শত শত কোটি টাকার ক্ষতি হয়েছে।

এর কয়েকদিন আগে, গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি কারখানায় আগুন লাগে, যা নিয়ন্ত্রণে আনতে সময় লাগে টানা ১৭ ঘণ্টা। একই দিন রাতে টাঙ্গাইলের ঘাটাইলে একটি সূতার মিলে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে, যার আর্থিক পরিমাণ কোটি টাকার ওপরে বলে ধারণা।

তারও আগে ১৪ অক্টোবর রাজধানীর মিরপুরের রূপনগরে একটি কেমিক্যাল গোডাউন ও গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১৬ জন। একের পর এক এই দুর্ঘটনাগুলো সরকারের প্রস্তুতি ও অগ্নিনির্বাপণ সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন তুলে দিয়েছে। এবার সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই গঠিত হলো এই কেন্দ্রীয় তদন্ত কমিটি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×