জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক


জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক

পুরান ঢাকার আরমানিটোলায় টিউশনি করতে গিয়ে খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হোসাইন। এই ঘটনায় তার ছাত্রী বর্ষা আক্তারকে আটক করেছে পুলিশ, যাকে তিনি নিয়মিত বাসায় গিয়ে পড়াতেন।

রবিবার (১৯ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে বর্ষাকে রাজধানীর বংশালের নূর বক্স রোডের রৌশান ভিলা নামের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। একইসঙ্গে বাড়ির অন্য সদস্যদেরও নজরদারিতে রাখা হয়েছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

নিহত জুবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন।

ঘটনার দিন বিকেল সাড়ে চারটার দিকে টিউশনের বাসার সিঁড়িতে ছুরিকাঘাত করে হত্যা করা হয় জোবায়েদকে। পুলিশ তাৎক্ষণিকভাবে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর মিডফোর্ট হাসপাতালে পাঠায়। ঘটনার দেড় ঘণ্টা পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিষয়টি ছড়িয়ে পড়লে ওই বাসা ঘিরে ফেলে পুলিশ।

এরপর টানা সাড়ে ছয় ঘণ্টা ধরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) ও অন্যান্য তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থলে থেকে আলামত সংগ্রহ করেন এবং প্রাথমিক তদন্ত চালান।

ঘটনার বিষয়ে লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, “প্রাথমিকভাবে ছাত্রীকে আটক করা হয়েছে এবং বাড়ির অন্য সদস্যদেরও হেফাজতে রাখা হয়েছে। এছাড়া সিসিটিভির ফুটেজ দেখে ইতোমধ্যে আমরা দুইজনকে শনাক্ত করতে পেরেছি। তাদের আটকের জন্য আমাদের কয়েকটি টিম মাঠে কাজ করছে। আশা করি খুব স্বল্প সময়ের মধ্যে তাদেরকেও আটক করতে সক্ষম হব। এখন এর বেশি কিছু বলতে পারছি না।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×