দেশে একাধিক অগ্নিকাণ্ড, সচিবালয়ে জরুরি বৈঠক
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৬:৫২ পিএম, ১৯ অক্টোবর ২০২৫

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় ঘনঘন অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া দুর্ঘটনার পর। এসব ঘটনা বিবেচনায় নিয়ে জরুরি বৈঠকে বসেছে সরকার, যেখানে দুর্যোগ মোকাবেলায় সামগ্রিক প্রস্তুতি ও সমন্বিত কৌশল নির্ধারণে আলোচনা চলছে।
রোববার, ১৯ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ২০ তলা ভবনের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।
বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক অগ্নিকাণ্ড ও দুর্যোগ পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে জাতীয় পর্যায়ে প্রস্তুতি নেওয়া এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর সমন্বয় নিশ্চিত করতেই এই উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকটি এ প্রতিবেদন লেখা পর্যন্ত চলমান ছিল।
সভায় অংশ নিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাব ও বিজিবির মহাপরিচালক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রধানসহ সরকারের বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা।