শিক্ষকদের দাবি না মানলে ফ্যাসিস্টের চেয়েও খারাপ পরিণতি হবে: সাদিক কায়েম
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৮:০৯ পিএম, ১৯ অক্টোবর ২০২৫

শিক্ষকদের ন্যায্য দাবিগুলো উপেক্ষা করা হলে, তার পরিণতি হবে ফ্যাসিস্ট শাসনের চেয়েও ভয়াবহ; এমন কঠোর সতর্কবার্তা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট সাদিক কায়েম।
রোববার ১৯ অক্টোবর সন্ধ্যায়, শহীদ মিনারে অনশনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রতি সংহতি জানিয়ে তিনি এ বক্তব্য দেন। আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে অবস্থান নিয়ে তিনি বলেন, “আপনারা আমাদের শিক্ষকদের ওপর জুলুম করবেন না, আগুন নিয়ে খেলবেন না। এমন উত্তাল ঝড় হবে না সরকার বইতে পারবে না।”
এর আগেই বিকেলে একটি ফেসবুক পোস্টে কায়েমের শহীদ মিনারে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব দেলোয়ার হোসেন আজিজী।
শিক্ষকদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ডাকসু ভিপি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা ৮ দিন ধরে আন্দোলন করছি, কিন্তু এখনো আন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।” প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের অনেকেই শিক্ষক হওয়া সত্ত্বেও শিক্ষকদের বঞ্চনার বিষয়টি অনুধাবন করতে পারছেন না বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, “যদি এটা না পারেন তবে তাদের এই পদে থাকার দরকার নেই।”
আন্দোলনরত শিক্ষকদের দাবিগুলোর ন্যায্যতা স্বীকার করে সাদিক কায়েম আশাবাদ প্রকাশ করেন, সরকারের উপদেষ্টারা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসবেন এবং দ্রুত সময়ের মধ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।
ডাকসুর পক্ষ থেকে আন্দোলনে একাত্মতা প্রকাশ করে তিনি বলেন, “শহীদ আবু সাইদের উত্তরসুরী হিসেবে আমরা আপনাদের সঙ্গে আছি। বিজয় আসবেই ইনশাল্লাহ।”