জবি শিক্ষার্থী হত্যার ঘটনায় ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ


জবি শিক্ষার্থী হত্যার ঘটনায় ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

রাজধানীর পুরান ঢাকায় ছুরিকাঘাতে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনের মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ছড়ায়। রোববার (১৯ অক্টোবর) রাতে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে ঢাবি শাখা ছাত্রদল।

বিক্ষোভ মিছিলটি শুরু হয় টিএসসি থেকে, যা ঘুরে বেড়ায় বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলোতে এবং শেষে ডাস চত্বরের পাশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রদল নেতাকর্মীরা উচ্চকণ্ঠে স্লোগান দিতে থাকেন, “আমার ভাই খুন কেনো, ইন্টেরিম জবাব দে; আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না। উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস।”

সমাবেশে বক্তব্য রাখেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। তিনি বলেন, “৫ আগস্টের পর থেকে ছাত্রদলকে পরিকল্পিতভাবে হত্যার টার্গেটে পরিণত করা হয়েছে। বিভিন্ন সময় আমাদের মেধাবী নেতাকর্মীদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজকেও একজন মেধাবী শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যা করা হলো।”

তিনি আরও বলেন, “এই ইন্টেরিম গভর্নমেন্ট দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ। এরই ফলে এমন ভয়াবহ হত্যাকাণ্ড ঘটছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, যদি দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হয়, তাহলে আমাদের আন্দোলন আরও বেগবান হবে।”

বিক্ষোভে ছাত্রদলের কেন্দ্রীয় ও শাখা পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ডাকসুতে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, ঢাবি শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শাওনসহ অনেকে।

জানা গেছে, সন্ধ্যার দিকে টিউশনি করতে যাওয়ার সময় পুরান ঢাকায় অজ্ঞাত ব্যক্তিদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন জুবায়েদ হোসাইন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে তিনি জবিতে কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতির দায়িত্বে ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×