রাজধানীতে ফুটপাত থেকে ২ জনের লাশ উদ্ধার


রাজধানীতে ফুটপাত থেকে ২ জনের লাশ উদ্ধার

রাজধানীর শ্যামপুর পশ্চিম জুরাইন এলাকায় ফুটপাত থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হলেও অপরজনের পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিক তথ্য অনুযায়ী, দুজনই মাদকাসক্ত ছিলেন।

নিহতরা হলেন মনির হোসেন (৩৮), পেশায় রিকশাচালক। তিনি বরিশালের উজিরপুর থানার জগীরকান্দা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। মাঝে মাঝে রিকশা চালালেও তিনি বেশির ভাগ সময় পশ্চিম জুরাইনের ফুটপাতে থাকতেন। তার একটি বাসা ছিল মুরাদপুর হাইস্কুল রোড এলাকায়, যেখানে তার দুই স্ত্রী বসবাস করতেন।

অন্য নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনও নিশ্চিত হয়নি। প্রায় ৪০ বছর বয়সী ওই ব্যক্তির পরনে ছিল আকাশি রঙের গেঞ্জি ও জলপাই রঙের গ্যাবাডিন প্যান্ট। পুলিশ ধারণা করছে, তিনি একজন ভবঘুরে এবং মাদকাসক্ত ছিলেন।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এম ইরফান উদ্দিন জানান, সোমবার (১৮ আগস্ট) বিকাল ৩টার দিকে পশ্চিম জুরাইন সালাউদ্দিন তেল পাম্প সংলগ্ন যাত্রী ছাউনির সামনে ফুটপাত থেকে দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ তাদের উদ্ধার করে রাত ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুই জনকেই মৃত ঘোষণা করেন।

এসআই ইরফান উদ্দিন আরও বলেন, নিহত দুই জনই মাদকাসক্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত নেশার কারণে তাদের মৃত্যু হয়েছে। তবে অন্য কোনও কারণ রয়েছে কি না তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। মরদেহ বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×