রাজধানীতে আজ কোথায় কী


রাজধানীতে আজ কোথায় কী

রাজধানীর রাস্তায় প্রতিদিনের মতো আজও নানান কর্মসূচির কারণে যান চলাচলে ভোগান্তি দেখা দিতে পারে। তাই সকালে বাসা থেকে বের হওয়ার আগে জেনে নিন, আজ রবিবার (১২ অক্টোবর) কোন জায়গায় কী কর্মসূচি রয়েছে।

স্বাস্থ্য উপদেষ্টার কর্মসূচি

সকাল ৯টায় আজিমপুরের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে উদ্বোধন করা হবে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫”-এর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

স্থানীয় সরকার উপদেষ্টার কর্মসূচি

বিকেল ৩টায় ওসমানী উদ্যান প্রাঙ্গণে ২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিতব্য ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার কর্মসূচি

সকাল ৯টায় রেসিডেন্সিয়াল মডেল কলেজে আরেকটি “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫” উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার।

ফয়েজ আহমদ তৈয়্যবের কর্মসূচি

আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’, ‘জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ এবং ‘সাইবার সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বিষয়ক অবহিতকরণ সভা।
সকাল ১০টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

জামায়াতে ইসলামী’র কর্মসূচি

জুলাই জাতীয় সনদ-এর আলোকে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আজ সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামি। এতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, এবং কেন্দ্রীয়, মহানগর ও জেলা পর্যায়ের নেতারা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচি

সকাল ১০টায়, ডিআরইউ মিলনায়তনে অনুষ্ঠিত হবে জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ সংগঠন ডেমোক্রেটিক লীগ-এর সাধারণ সম্পাদক মরহুম সাইফুদ্দিন মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×