ভোলাবাসীর জন্য সাশ্রয়ী চিকিৎসা

ইসলামী ব্যাংক হাসপাতালের সঙ্গে ভোলা জেলা সমিতির চুক্তি


ইসলামী ব্যাংক হাসপাতালের সঙ্গে ভোলা জেলা সমিতির চুক্তি

চট্টগ্রামে বসবাসরত ভোলাবাসীদের জন্য উন্নত ও মানবিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে আজ ১০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক হাসপাতাল, আগ্রাবাদের সঙ্গে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে ভোলা জেলা সমিতি চট্টগ্রাম এবং ভোলা জেলা সমিতির স্বাস্থ্যসেবা বাস্তবায়ন কমিটি।

চুক্তির আওতায় ভোলার স্থায়ী বাসিন্দারা, বিশেষ করে চট্টগ্রামে অবস্থানরতরা, এখন থেকে ইসলামী ব্যাংক হাসপাতালের বিভিন্ন চিকিৎসাসেবা পাবেন সাশ্রয়ী মূল্যে। স্বল্প খরচে মানসম্পন্ন চিকিৎসা সুবিধা প্রদানে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।

ভোলা জেলা সমিতি চট্টগ্রামের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি এ জেড এম ফারুক, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রায়হান, স্বাস্থ্যসেবা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আলী আজগর এবং সদস্য সচিব শেখ শরীফ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা সমিতি চট্টগ্রামের অর্থ সম্পাদক ফিরোজ চৌধুরী, মোসলেউদ্দিন বাহার, ওমর ফারুক, শাহাবুদ্দিন, আলাউদ্দিন আহমেদ, ফিরোজ, মনির, লোকমান, মোকছেদুর রহমান, সিয়াম, মহিউদ্দিন রিয়াজ ও রিয়াজুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অন্যদিকে ইসলামী ব্যাংক হাসপাতালের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন হাসপাতালের সুপারিনটেনডেন্ট ইদ্রিস উল্লাহ ভূঁইয়া, প্রশাসন ও মানবসম্পদ বিভাগের আব্দুল্লাহ আল আজিজ এবং অ্যাকাউন্টস ও প্রশাসন বিভাগের মীর হোসাইন।

এই আয়োজনটি পরিচালনা করেছে ভোলা জেলা সমিতির স্বাস্থ্যসেবা বাস্তবায়ন কমিটি। সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগ শুধু একটি চুক্তি নয়, বরং এটি চট্টগ্রামে ভোলাবাসীদের সুস্বাস্থ্য নিশ্চিতের পথে একটি বড় অগ্রগতি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×