রাজধানীতে আজ কোথায় কী


রাজধানীতে আজ কোথায় কী

রাজধানীর সড়কজুড়ে প্রতিদিনই ভোগান্তি যেন নিত্যসঙ্গী। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির কারণে অনেক সময়ই স্থবির হয়ে পড়ে যান চলাচল। তাই আজ (বৃহস্পতিবার, ৯ অক্টোবর) সকালে বাইরে বের হওয়ার আগে জেনে নিন কোথায় কী কর্মসূচি রয়েছে।

বিএনপির কর্মসূচি

সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ডাক দিবসের শোভাযাত্রা

ডাক দিবস উপলক্ষে সকাল ৭টা ৫০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবন থেকে একটি শোভাযাত্রা বের হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির অডিটরিয়ামে বেলা ১১টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছে গণতন্ত্র মঞ্চ। সেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম পর্বের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। অনুষ্ঠানে জোটের জাতীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×