গাজাবাসীর সহায়তায় ৫ লাখ টাকার অনুদান পুনাকের
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৬:৩২ পিএম, ১২ অক্টোবর ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের পাশে দাঁড়াল পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। মানবিক সহায়তার অংশ হিসেবে মাস্তুল ফাউন্ডেশনকে ৫ লাখ টাকা অনুদান দিয়েছে সংগঠনটি। একই অনুষ্ঠানে পুনাকের অসুস্থ সাতজন কর্মচারীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
১২ অক্টোবর, রবিবার এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে এই অনুদান হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের অর্থ তুলে দেন পুনাক সভানেত্রী আফরোজা হেলেন।
এ তথ্য জানিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনাক দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানবসেবায় কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আফরোজা হেলেন। শুভেচ্ছা বক্তব্য দেন পুনাকের সহ-সভানেত্রী আইরিন রহমান, মাস্তুল ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়ক আবু মোহাম্মদ কামরুজ্জামান এবং জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুনাকের জয়েন্ট সেক্রেটারি তৌহিদা নূপুর।