৩৮৪১ কোটি ৩৮ লাখ টাকার বাজেট ঘোষণা করলো ডিএসসিসি
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০২:২৮ পিএম, ০৬ আগস্ট ২০২৫

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩৮৪১ কোটি ৩৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বুধবার (৬ আগস্ট) ডিএসসিসি নগর ভবনের মিলনায়তনে সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়া এই বাজেট ঘোষণা করেন। এ সময় দক্ষিণ সিটি করপোরেশনের শীর্ষ পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে আয়ের প্রারম্ভিক আয় ধরা হয়েছে ৮৪৫.১৬ কোটি টাকা, রাজস্ব আয় ধরা হয়েছে ১৩২০.৪০ কোটি টাকা, মোট অন্যান্য আয় ৭৯.৫৫ কোটি টাকা, সরকারি ও বিশেষ বরাদ্দ ১২৭ কোটি টাকা এবং ডিএসসিসি, সরকারি ও বৈদেশিক উৎস থেকে প্রাপ্তি ধরা হয়েছে ১৪৬৯.২৪ কোটি টাকা।
অন্যদিকে ব্যয়ের হিসেবে মোট পরিচালনা ব্যয় ধরা হয়েছে ৬৩৫.৩৩ কোটি টাকা, অন্যান্য ব্যয় ১৫.০১ কোটি টাকা, নিজস্ব অর্থায়নে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৮৭৬.৬৪ কোটি টাকা, ডিএসসিসি, সরকারি ও বৈদেশিক সহায়তায় উন্নয়ন ব্যয় ১৪৬৯.২৪ কোটি টাকা, উন্নয়ন ব্যয় ২৩৪৫.৮৮ কোটি টাকা, সমাপনী স্থিতি (এফডিআরসহ) ৮৪৫.১৬ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
এর আগে গত ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছিল ৬ হাজার ৭৬০.৭৪ কোটি টাকার। পরবর্তীতে সংশোধিত বাজেট ছিল ২ হাজার ৬৬৭.৫৯ টাকা।