ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ডে আইকনিক পার্সোনালিটি সম্মান পেলেন ডা. সাকিরা নোভা


ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ডে আইকনিক পার্সোনালিটি সম্মান পেলেন ডা. সাকিরা নোভা

বহুমাত্রিক প্রতিভার অধিকারী ও নানা পেশায় সফল ডা. সাকিরা নোভা ২০২৫ সালের ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘আইকনিক পার্সোনালিটি’ সম্মাননা অর্জন করেছেন।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়। এনটিভির পরিচালক আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ তার হাতে পুরস্কার তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান আলমগীর, ইউএস বাংলার জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম এবং ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা রুহিত সুমন।

চিকিৎসা, সাহিত্য, সংস্কৃতি ও গণমাধ্যমে সমান দক্ষতার পরিচয় রাখা ডা. সাকিরা নোভা একজন বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক, লেখক, আবৃত্তিশিল্পী, সংগীতশিল্পী ও টেলিভিশন উপস্থাপক হিসেবে সুপরিচিত। শৈশব থেকেই সাহিত্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত নোভা বর্তমানে কাজ করছেন হরমোন ও অন্তঃস্রাববিষয়ক বিশেষজ্ঞ হিসেবে “কনকর্ড মলিকুলার ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার”-এ কনসালটেন্ট পদে। একইসঙ্গে তিনি টেলিকম খাতের অন্যতম অগ্রগামী প্রতিষ্ঠান টেলিলিংক গ্রুপ-এর প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

পূর্বে তিনি লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন ও আফগানিস্তানের পাবলিক হেলথ মন্ত্রণালয়ের যৌথ প্রকল্পে ‘টেকনিক্যাল সাপোর্ট স্পেশালিস্ট’ হিসেবে কাজ করেছেন কাবুলে। দীর্ঘ সময় ধরে তিনি দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে উচ্চ পদে কর্মরত ছিলেন বিভিন্ন সংস্থায়।

তার লেখা কাব্যগ্রন্থ “উইমেন হু আনডিফিটেড” ২০২৫ সালের বইমেলায় প্রকাশিত হয়, যা ইতোমধ্যে আন্তর্জাতিক পাঠকমহলে প্রশংসিত হয়েছে। এছাড়াও তার ইংরেজি কবিতা স্থান পেয়েছে গ্রিসের জনপ্রিয় ম্যাগাজিন পোলিশ, ইউরোপিয়ান পোয়েট্রি এবং ইতালির আলেসসান্দ্রিয়া টুডে-এ।

এক যুগেরও বেশি সময় ধরে চ্যানেল আই, এটিএন বাংলা, এটিএন নিউজ, একুশে টিভি, এসএ টিভি, দেশ টিভি ও এশিয়ান টিভিসহ বিভিন্ন চ্যানেলে স্বাস্থ্য ও সংগীতবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ধারাবাহিক হেলথ শো করেছেন, যা এসএ টিভিতে প্রচার হয়েছে। বর্তমানে তিনি মিলিনিয়াম টিভি ইউএসএ-তে সংবাদ উপস্থাপক হিসেবে যুক্ত আছেন। সময় পেলেই তাঁকে টেলিভিশনে সংগীত পরিবেশন করতেও দেখা যায়। সম্প্রতি নিউজিল্যান্ডের বিখ্যাত ওয়ালিংটন জার্নালের ডিজিটাল স্লটে তার গাওয়া রবীন্দ্রসঙ্গীত স্থান পেয়েছে, যেখানে অনেক খ্যাতিমান শিল্পীরাও স্থান পেয়েছেন।

ক্রীড়াক্ষেত্রেও চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ডা. নোভা। তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মেডিকেল কমিটির সদস্য ছিলেন এবং ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি স্বীকৃত বাংলাদেশের প্রথম নারী স্পোর্টস মেডিসিন এক্সপার্ট হিসেবে প্রশিক্ষণ লাভ করেন। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মেডিকেল কমিটির সদস্য এবং টিম ফিজিশিয়ান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জাতীয় ও আন্তর্জাতিক খেলায় ক্রীড়াবিদদের ফিটনেস পরীক্ষার মাধ্যমে খেলার জন্য উপযুক্ততা যাচাই এবং মাঠে সরাসরি চিকিৎসাসেবা দিয়েছেন তিনি। ভারতের কলকাতায় অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী ফুটবল টুর্নামেন্টে নারী ক্রীড়াবিদদের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে সম্মাননা প্রদান করে পশ্চিমবঙ্গ রাজ্য ক্রীড়া পর্ষদ।

ডা. সাকিরা নোভার এই বহুমাত্রিক অর্জন তার অসাধারণ পেশাগত দক্ষতা ও শিল্প–সাংস্কৃতিক চর্চার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×