ঢাকায় আষাঢ়ী পূর্ণিমা উদযাপনে তথ্যচিত্র ও নৃত্যনাট্যের বর্ণিল আয়োজন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০২:০৩ পিএম, ১১ জুলাই ২০২৫

আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে ঢাকার বাসাবোতে ধর্মরাজিকা বৌদ্ধ মহাবিহারে আয়োজিত হয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি) যৌথভাবে এ আয়োজন করে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানের খবর নিশ্চিত করেছে আইজিসিসি।
অনুষ্ঠানে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথেরো বলেন, আষাঢ়ী পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনেই রাজকুমার সিদ্ধার্থ রানি মহামায়ার গর্ভে গঠন লাভ করেন, যা বৌদ্ধ ধর্মীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। তিনি বাংলাদেশ-ভারতের অভিন্ন বৌদ্ধ ঐতিহ্যের উপর গুরুত্বারোপ করে বলেন, দুই দেশের মধ্যে বৌদ্ধ ধর্মীয় সম্পর্ক দীর্ঘকালীন ও গভীর ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। তিনি বলেন, বৌদ্ধ দর্শনের বিকাশ ও বুদ্ধের বোধিলাভের স্থান হিসেবে ভারত বিশ্বের কাছে এক গুরুত্বপূর্ণ কেন্দ্র।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংঘের সহ-সভাপতি রঞ্জিত কুমার বড়ুয়া এবং ভিক্ষু ভদন্ত স্বরূপানন্দ। অনুষ্ঠানে বিপুলসংখ্যক ভিক্ষুসংঘ, তরুণ প্রতিনিধি, শিল্পী, কূটনীতিক এবং শিক্ষাবিদরা অংশগ্রহণ করেন।
আয়োজনে প্রদর্শিত হয় ‘দ্য ওয়ে অব বুদ্ধ’ শিরোনামের একটি প্রামাণ্যচিত্র, যেখানে বুদ্ধের জীবন, দর্শন এবং তার বৈশ্বিক প্রভাব তুলে ধরা হয়। সমাপ্তিতে পরিবেশিত হয় ‘বুদ্ধ–দ্য এনলাইটেনড ওয়ান’ শিরোনামের একটি নৃত্যনাট্য, যা পরিচালনা ও মঞ্চস্থ করেন আনিসুল ইসলাম হিরো ও তার দল।