
ভারতের পাটনার এক সরকারি অনুষ্ঠানে ঘটে যাওয়া একটি মুহূর্ত ঘিরে তীব্র বিতর্কে জড়িয়েছেন বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার। সার্টিফিকেট গ্রহণ করতে আসা এক মুসলিম নারীর হিজাব নিজ হাতে টেনে খুলে ফেলেছেন তিনি।
সোমবার ১৫ ডিসেম্বর পাটনায় আয়োজিত ওই অনুষ্ঠানে ঘটনাটি ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ওই নারী মুখ ঢাকা অবস্থায় সার্টিফিকেট নিতে মঞ্চে উঠলে নিতিশ কুমার তাকে হিজাব খোলার ইঙ্গিত দেন। ভিডিও ফুটেজে দেখা যায়, নারীটি কিছু করার আগেই মুখ্যমন্ত্রী হঠাৎ করে তার হিজাবে জোরে টান দেন, ফলে মুখের পর্দা সরে যায়।
ঘটনার সময় মঞ্চের পেছনে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে হাসতে দেখা গেলেও উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নিতিশ কুমারকে থামানোর চেষ্টা করেন।
এর আগে গত মাসে টানা দশমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ৭৪ বছর বয়সী নিতিশ কুমার। তখনই তার মানসিক সক্ষমতা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছিল। সর্বশেষ এই ঘটনার পর সেই আলোচনা আরও জোরালো হয়েছে।
ঘটনাটিকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে কংগ্রেস নিতিশ কুমারের পদত্যাগ দাবি করেছে। একইসঙ্গে হিন্দুত্ববাদী বিজেপির সঙ্গে জোট করে ক্ষমতায় থাকা নিতিশ কুমারের কড়া সমালোচনা করেছে বিরোধী দল আরজেডি। দলটি এক বিবৃতিতে বলেছে, “পর্দা করা মুসলিম নারীর হিজাব খুলে ফেলে, জেডিও এবং বিজেপি নারীকে শক্তিশালীকরণের নামে কি রাজনীতি করছে সেটি প্রকাশ করে দিয়েছে।”
ঘটনাটি নিয়ে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
সূত্র: এনডিটিভি