
মরক্কোর সাফি প্রদেশে মাত্র এক ঘণ্টার প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় ২১ জনের মৃত্যু হয়েছে, আর ৩২ জন আহত হয়েছেন। তবে আহতদের অধিকাংশই হাসপাতালে চিকিৎসা নিয়ে ছাড়া পেয়েছেন।
রবিবার (১৪ ডিসেম্বর) এ ঘটনায় ৭০টি বাড়ি ও দোকানপাট আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সাফি শহর, যা প্রদেশের প্রধান কেন্দ্র এবং পর্যটন নগরী, রাজধানী রাবাত থেকে প্রায় ৩৩০ কিলোমিটার দূরে অবস্থিত।
প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, রোববার ভোরে বৃষ্টি শুরু হয়, যা দুপুরের দিকে মাত্র এক ঘণ্টার মধ্যে প্রবল বর্ষণে রূপ নেয়। সেই সময়ই এই বিশাল ক্ষয়ক্ষতি ঘটে।
প্রবল বন্যার কারণে শহরের সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে, ঘন্টার পর ঘন্টা যানজটের কারণে শহর কার্যত স্থবির হয়ে যায়। সন্ধ্যার দিকে পানি নামতে শুরু করলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।
সাফি শহরের বাসিন্দা হামজা সৌদানি (৫০) বলেন, “আমি কখনও এই অঞ্চলে এত প্রবল বর্ষণ দেখিনি। আজকের দিনটি আমাদের ইতিহাসে কালো দিন হিসেবে থাকবে।”
মরক্কোর বিভিন্ন এলাকায় চলমান সাত বছরের খরার মধ্যেই এ ধরনের আকস্মিক বন্যার ঘটনা ঘটেছে।
সূত্র: এএফপি