
রাজধানীর ব্যস্ত সড়কে ট্রাফিক শৃঙ্খলা ভাঙার এক চাঞ্চল্যকর ঘটনায় অবশেষে আইনের মুখোমুখি হলেন সেই সিএনজি চালক, যিনি দায়িত্ব পালনরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে প্রায় ২০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন।
ঢাকার কাকরাইল মোড়ে ট্রাফিক সিগন্যাল অমান্য করার সময় এ ঘটনা ঘটে। পরে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট অভিযান চালিয়ে সিএনজি চালক মো. মাঈন উদ্দিনকে গ্রেপ্তার করে। তার বয়স ৫০ বছর।
সোমবার (১৫ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, "কাকরাইল মোড়ে ট্রাফিক সিগন্যাল অমান্য করে সিএনজি চালিয়ে যান চালক মাঈন উদ্দিন। বাধা দিতে গেলে ট্রাফিক পুলিশ সদস্যকে টেনে ২০০ মিটার নিয়ে যায়। এরপর ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম সোমবার রমনা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।"
ডিসি তালেবুর রহমান আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।