
রাজধানী ঢাকার দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় প্রাণ হারিয়েছেন এক ব্যবসায়ী।
ঢাকার দক্ষিণখানের আশকোনা এলাকার নদ্দাপাড়া তালতলায় সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ব্যক্তির নাম শাহজাহান। তিনি ইন্টারনেট সংযোগ ও ভূমি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হঠাৎ করে কয়েকজন হামলাকারী শাহজাহানকে ঘিরে ধরে এবং চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। আঘাত সহ্য করতে না পেরে তিনি সড়কের ওপর লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দক্ষিণখান থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। কারা এই হামলার সঙ্গে জড়িত এবং কী কারণে এটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।